মেডিকেল ভর্তি প্রস্তুতি | ২০২২-২৩ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ PM
ঘনিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে মেডিকেল এর ২০২৩-২৪ সালের সমাধানসহ প্রশ্ন।
1. কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহার হয়?
(a) Mucor pusillus
(b) Aspergillus flavus
(c) Agaricus Ompestris
(d) Saccharomyces cerevisiae
2. কোন হেপাটাইটিস ভাইরাস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমণ ঘটায়?
(a) Hepatitis D Virus
(b) Hepatitis A Virus
(c) Hepatitis C Virus
(d) Hepatitis B Virus
3. কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়?
(a) অভিপ্রয়াণ
(b) অভিবাসন
(c) জন্মহার ও মৃত্যুহার
(d) প্রজাতি বৈচিত্র্য
4. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
(a) ৮ নং সেক্টর
(b) ৭ নং সেক্টর
(d) ৯ নং সেক্টর
(c) ৬ নং সেক্টর
5. কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক?
(a) কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে
(৮) ক্ষুদ্রাকৃতির নিউক্লিওলি
(c) কোন ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে না
(d) নিউক্লিওপ্লাজমে অবস্থান করে
6. ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটি সঠিক?
(a) এনজাইম সমৃদ্ধ
(b) প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে
(c) অকোষী
(d) জীবন্ত আশ্রয় আবশ্যক
7. We want to take legal action against the hoodlum. In this sentence 'to' is a/an-
(a) adverb
(b) conjunction
(c) preposition
(d) infinitive marker
8. সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে সর্বপ্রথম কোন উদ্ভিদ উৎপাদন করা হয়?
(a) গাজর
(b) পেঁপে
(c) বেল
(d) বেগুন
9. চক্রীয় ফটোফসফরাইলেশনে-
(a) পানির প্রয়োজন হয়
(b) ফটোসিস্টেম-1 এবং ।। অংশগ্রহণ করে
(c) ইলেকট্রন প্রবাহ একমুখী
(d) অক্সিজেন উৎপন্ন হয় না
10. বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশে ত্যাগ করে?
(a) ১৭ এপ্রিল ১৯৭২
(b) ৭ নভেম্বর ১৯৭২
(c) ১২ মার্চ ১৯৭২
(d) ২৬ মার্চ ১৯৭২
11. কোনটি উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাস?
(a) ইয়েলো ফিভার ভাইরাস
(b) টুংরো ভাইরাস
(c) ফুট অ্যান্ড মাউথ ভাইরাস
(d) ফ্ল্যাভি ভাইরাস
12. কোনটি জাতক লিপিড?
(a) স্টেরয়েড
(b) লিপোপ্রোটিন
(c) ফসফোলিপিড
(d) মোম
13. কোনটি গাঠনিক প্রোটিন?
(a) ফেরিটিন
(b) হিমোগ্লোবিন
(c) মায়োগ্লোবিন
(d) কোলাজেন
14 . দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক?
(a) মায়োসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করে
(b) মিউটেশনের মাধ্যমে সন্তানে সঞ্চারিত হয়
(c) হ্যাপ্লয়েড সংখ্যক ক্রেমোসোম থাকে
(d) দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে
15. সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক?
(a) সহজে হজম হয়
(b) শাখান্বিত পলিমার
(c) মলের বেশীরভাগ
(d) খাদ্যের প্রধান উপাদান
16. অ্যাথলেট'স ফুট (Athlete's foot) এর কারণ কি?
(a) ছত্রাক ও ভাইরাসের সংক্রমণ
(b) ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ
(c) আঘাতজনিত ক্ষত
(d) ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ
17. What kind of pronoun are "who, what and which"?
(a) demonstrative
(b) personal
(c) relative
(d) reflexive
18. মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়?
(a) ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়
(b) ক্রোমোসোমে লুপ সৃষ্টি হয়
(c) ক্রোমোসোমগুলো এককভাবে থাকে
(d) ক্রোমোসোম অপরিবর্তিত থাকে
19. কোনটি জীববৈচিত্র সংরক্ষণের জন্য এক্স সিটু কনজারভেশন নয়?
(a) বোটানিক্যাল গার্ডেন
(b) টিস্যু কালচার
(c) ইকো পার্ক
(d) পশু পালন
20. Which one is a masculine noun ?
(a) miss
( b) spring
(c) death
(d) liberty
21. ডায়াটম বিষয়ে কোনটি সঠিক?
(a) সবুজ বর্ণের হয়
(b) জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক
(c) সামুদ্রিক শ্যাওলা (moss) হিসাবে পরিচিত
(d) ওষুধি গুন আছে
22. নিচের কোনটি রক্তে বেড়ে গেলে atheroselerosis হতে পারে?
(a) LDL
(b) VLDL
(c) HDL
(d) IDL
23. "পিরানহা" কোন প্রাণীভৌগিলিক অঞ্চলের প্রাণী?
(a) ওরিয়েন্টাল
(b) ইথিওপিয়ান
(c) নিওট্রপিক্যাল
(d) নিআর্কটিক
24. এনজাইমের বিষয়ে কোনটি সঠিক?
(a) রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়
(b) আমিষ দিয়ে গঠিত
(c) ভিটামিন থেকে পাওয়া যায়
(d) আণবিক ওজন 500 Daltons এর কম
25. মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিনটি কোন ধরনের ভ্যাকসিন?
a) নিষ্ক্রিয় টিকা
(b) জীবস্মৃত জীবন্ত টিকা
(c) উপএকক টিকা
(d) অনুবন্ধী টিকা
26. নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয়?
(a) বিভিন্ন ধরনের কোষবিষ তৈরী করা
(b) বিভিন্ন ধরনের এন্টিবডি তৈরী করা
(c) জীর্ণ কোষকে অপসারণ করা
(d) রিঅ্যাকটিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট তৈরী করা
27. বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
(a) হরিকেল
(b) পুন্ড্র
(c) গৌড়
(d) তাম্রলিপ্ত
28. অন্তঃশ্বসন-
(a) কোষ ও রক্তে সংঘটিত হয়
(b) নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন করে
(c) এনজাইম দ্বারা প্রভাবিত হয় না
(d) একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া
29. Mollusca এর ক্ষেত্রে কোনটি সঠিক?
(a) নরম কিউটিকুলার এপিডার্মিস দ্বারা আবৃত
(b) নরম ও অখন্ডায়িত
(c) প্রতি খন্ডে নেফ্রিডিয়া বিদ্যমান থাকে
(d) দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গহ্বর বিদ্যমান
30. গ্লুকাগন-
( a) রক্তে সুগার কমায়
(b) অগ্নাশয়ের ডেলটা কোষ থেকে নিঃসৃত হয়
(c) একটি পলিপেপটাইড এনজাইম
(d) ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত
31. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
(a) পোল্যান্ড
(c) ফ্রান্স
(b) স্পেন
(d) পূর্ব জার্মানী
32. মানবদেহে কোনটি লুপ্তপ্রায় অঙ্গ?
(a) থাইরয়েড গ্ল্যান্ড
(c) স্ক্যাপুলা
(b) থাইমাস
(d) ক্যানাইন দাঁত
33. কোন উদ্দীপনা অ্যানিমোট্যাক্সিসকে প্রভাবিত করে?
(a) বায়ুপ্রবাহ
(b) আর্দ্রতা
(c) মাধ্যাকর্ষণ
(d) তাপ
34. The Word 'recalcitrant' means-
(a) mutinous
(b) compliant
(c) docile
(d) amenable
35. অস্ত্রের প্রথম প্রতিরক্ষার স্তর কোনটি?
(a) পাকস্থলির অ্যাসিড, মাইক্রোবায়োম ও মলত্যাগ
(b) সিলিয়া, কমপ্লিমেন্ট তন্ত্র ও সাইটোকাইনস
(c) ত্বক, ফ্যাগোসাইটস ও কমপ্লিমেন্ট তন্ত্র
(d) লালা, পাকস্থলির এনজাইম ও ফ্যাগোসাইটস
36. বুকের দুধের কোন উপাদানটি নবজাতকের প্রতিরক্ষায় কার্যকর?
(a) সহজপাচ্য আমিষ
(b) ইমিউনোগ্লোবিউলিন-এ
(c) পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড
(d) গ্যালাকটোজ
37. "There is no mother but loves her child". Here ' but' is-
(a) conjunction
(b) adjective
(c) negative relative
(d) adverb
38. মায়োফাইব্রিলে কি ধরনের আমিষ থাকে?
(a) অ্যাকটিন এবং মায়োসিন
(b) অ্যাকটিন ও জিলাটিন
(c) মায়োসিন এবং ইলাস্টিন
(d) কোলাজেন এবং মায়োসিন
39. সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস কোনটি?
(a) H₂NCSNH₂+H₂O
(b) FeS+লঘু H₂SO₄
(c) FeSO+লঘু H₂SO₄
(d) CH3CSNH+H₂O
40. STP তে এক মোল SO₂ গ্যাসের আয়তন কত?
(a) 22.40 L
(b) 24.78 L
(c) 2400.00 L
(d) 223.00 L
41. ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন?
(a) পর্তুগিজ
(b) ব্রিটিশ
(c) ফরাসি
(d) স্প্যানিয়ার্ড
42. কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান?
(a) CCI3NO2
(b) CH3NH2
(c) CH3CN
(d) NH4CNO
43. কোন অঞ্চলের IR বর্ণালির সাহায্যে কার্বনিল মূলক শনাক্তকরণ করা যায়?
(a) (1100-1400) cm^-1
(b) (3300-3600) cm^-1
(c) (2200-3000) cm^-1
(d) (1660-1860) cm^-1
44. নিচের কোনটি কলয়েড ইমালশন নয়?
(a) দধি
(b) দুধ
(c) মাখন
(d) শ্যাম্পু
45. কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা (curdled milk) তৈরী করে?
(a) অক্সিডেশন
(b) ফার্মেন্টেশন
(c) কোয়াগুলেশন
(d) আর্দ্র বিশ্লেষণ
46. Complete the following sentence: Do you know when-
(a) the results will be published
(b) are the results published
(c) the results will publish
(d) will the results publish
47. নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি?
CuSO4+KI -----> Cu2I2+I2+ K₂SO₄
(a) Cu 2+
(b) I2
(с) Г
(d) K+
48. H₂ ফুয়েল সেলের emf কত?
(a) 1.10 V
(b) 1.23 V
(c) 2.03 V
(d) 0.76 V
49. ক্রোমিক এসিড দ্বারা ব্যুরেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া ঘটে?
(a) প্রতিস্থাপন
(b) নিষ্ক্রিয়করণ
(c) বিজারণ
(d) জারণ
50. ১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা দাবীর কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
(a) ৪
(b) ৫
(c) ৩
(d) ৬
51. কোনটি অপ্রতিসম অ্যালকিন?
(a) CH2=CH2
(b) CICH-CHCI
(c) CH2=CH-CH3
(d) CH3-CH=CHCH3
52. কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসাবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
(a) সোডিয়াম নাইট্রেট
(b) সিলভার আয়োডাইড
(c) ফসফোর
(d) সিলভার নাইট্রেট
53. কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়?
(a) CH3CH2CHO
(b) Cl3C-CHO
(c) H-CHO
(d) C6H5CHO
54. The man who sat next to me is an architect. It is a-
(a) Compound sentence
(b) complex-compound sentence
(c) simple sentence
(d) complex sentence
55. সমআয়তনের 0.1M NaOH এবং 0.1M H,SO, মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে?
(a) উভধর্মী
(b) নিরপেক্ষ
(c) অম্লীয়
(d) ক্ষারীয়
56. পর্যায় সারণীতে Pb মোলটির পর্যায় ও গ্রুপ কত?
(a) পর্যায়-6, গ্রুপ-12
(b) পর্যায়-5, গ্রুপ-14
(c) পর্যায়-6, গ্রুপ-14
( d) পর্যায়-7, গ্রুপ-13
57. The flight is leaving shortly. Here 'shortly' is-
(a) a subject
(b) an adverbial
(c) a complement
(d) an adjective
58. অম্লধর্মী মাটির pH বাড়াতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়?
(a) ফসফেট সার (টি.এস.পি)
(b) CaCO3
(c) KNO3
(d) NH4NO3
59. নিচের কোনটি বিক্রিয়া হারের একক?
(a) mol L ^ - 1 s ^ - 1
(b) mol L s ^ - 1
(c) mol L ^ - 1 s
(d) mol ^ -1L ^ -1 s ^ -1
60. নিচের কোনটি কিটো-ইনল টটোমারিতা প্রদর্শন করে?
(a) মিথোক্সি প্রোপেন
(b) পেন্টন-2-ওন
(c) প্রোপানল-1
(d) প্রোপানোন
61. Choose the correct sentence-
(a) I am very better today
(b) The goods are of inferior qualities.
(c) He gave me some advice
(d) He requested of my help
62. 1.032g O2 এবং 0.573g CO2 এর মিশ্রণের CO2 এর মোল ভগ্নাংশ কত?
(a) 0.1677
(b) 0.287
(c) 0.713
(d) 0.8323
63. বেনজিনে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য কত?
(a) 0.134 nm
(b) 0.195 nm
(c) 0.139 nm
(d) 0.123 nm
64. Ca(OCl)Cl যৌগে Cl এর oxidation number কত?
(a)-1,-1
(b) +1,+2
(c) - 1, - 1
(d) -1,+2
65. অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি?
(a) BaCl₂ দ্রবণ
(b) NaHCO3 দ্রবণ
(c) Br2 দ্রবণ
(d) FeCl3 দ্রবণ
66. পাকস্থলীর পাচক রসে H+ আয়নের মোলার ঘনমাত্রা কত, যখন pH এর মান 1.4?
(a) 0.004M
(b) 4.0M
( c) 0.4M
( d) 0.04M
67. কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়?
(a) গ্রিগনার্ড বিক্রিয়ায়
(b) উর্টজ বিক্রিয়ায়
(c) ক্লিমেনসেন বিজারণে
(d) ডিকার্বক্সিলেশনে
68. Which sentence uses an inchoative verb?
(a) It is dark
(b) It is growing dark
(c) He is weak
(d) He was king
69. -CONH কোন শ্রেণীর বন্ধন?
(a) পেপটাইড
(b) -গ্লাইকোসাইড
(c) a- গ্লাইকোসাইড
(d) এস্টার
70. তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশী?
(a) অতিবেগুনী রশ্মি অঞ্চল
(b) রেডিও ওয়েভস অঞ্চল
(c) দৃশ্যমান অঞ্চল
(d) অবলোহিত অঞ্চল
71. কোন কণা "ঈশ্বর কণা" নামে পরিচিত?
(a) লেপটন কণা
(b) হিগস বোসন কণা
(c) বোসন কণা
(d) মেসন কণা
72. পাকিস্তানী সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন ?
(a) ড. গোবিন্দ চন্দ্র দেব
(b) গিয়াসউদ্দিন আহমেদ
(c) রাশিদুল হাসান
(d) মুনীর চৌধুরী
73. নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না?
(a) উপাদান
(b) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
( c) তড়িৎ প্রবাহ
(d) পরিবাহকের দৈর্ঘ্য
74. মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশী?
(a) ডার্ক এনার্জি বস্তুসমূহ
(b) নীহারিকা সমূহ
(c) কৃষ্ণ গহ্ববর সমূহ
(d) গ্যালাক্সি সমূহ
75. The antonym of 'harbinger' is-
(a) educator
(b) messenger
(c) follower
(d) leader
76. নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়?
(a) বেগ
(b) কাল
(c) ভর
(d) স্থান
77. সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত?
(a) সর্বোচ্চ
(b) শূন্য
(c) সর্বনিম্ন
(d) অসীম
78. 1 Kg ভরের দুটি বস্তুকে । মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে-
(a) 6.673 * 10 ^ - 11
(b) 6.673 * 10 ^ 22
(c) 6.673 * 10 ^ - 30 * N
(d) 6.673 * 10 ^ - 15 * N
79. Father loves me. Here 'loves' is an example of-
(a) intransitive verb
(b) simple verb
(c) auxiliary verb
(d) transitive verb
80. সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে?
(a) তাপমাত্রা
(c) চাপ
(b) তাপ
(d) আয়তন
81. "আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"-এ গানের প্রথম সুরকার কে?
(a) আবদুল গাফফার চৌধুরী
(b) আলতাফ মাহমুদ
(c) আসাদ চৌধুরী
(d) আবদুল লতিফ
82. তাপবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
(a) তাপ ও কাজ
(b) কাজ ও ক্ষমতা
(c) তাপ ও বল
(d) বল ও শক্তি
83. একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো-
(a) প্লাঙ্কের ধ্রুবক
(b) মহাকর্ষীয় ধ্রুবক
(c) অভিকর্ষজ ত্বরণ
(d) একক বল
84. তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িচ্চালক বল নির্ভর করে না-
(a) চৌম্বক আবেশের উপর
(b) কুন্ডলী পাক সংখ্যার উপর
(c) কুন্ডলীয় রোধের উপর
(d) সময়ের উপর
85. I have no kith and kin in this town. It is a-
(a) prepositional phrase
(b) conjunctional phrase
(c) adjective phrase
(d) noun phrase
86. তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না?
(a) 120°
(b) 0°
(c) 40°
(d) 60°
87. ভূপৃষ্ঠ হতে ১০০০ কিলোমিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত?
(a) 8.1ms ^ - 2
(b) 3.8ms ^ - 2
(c) 7.33ms ^ - 2
(d) 9.8ms ^ - 2
88. ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের শূণ্য হয়-
(a) নিরক্ষীয় অঞ্চলে
(b) 90° অক্ষাংশে
(c) মেরু অঞ্চলে
(d) 60° অক্ষাংশে
89. An 'elegy' is a-
(a) satire
(b) limerick
(c) poem of lamentation
(d) hymn
90. কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
(a) ভোল্ট
(b) কুলম্ব
(c) অ্যাম্পিয়ার
(d) ওয়াট
(b) (d) 60 deg \mathfrak{o} deg
91. মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
(a) অ্যাম্পিয়ারের সূত্র
(b) কির্শফের সূত্র
(c) হুইটস্টোন ব্রিজ নীতি
(d) ফার্মাটের নীতি
92. কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়?
(a) বোসন
(b) নিওন
(c) ফোটন
(d) প্রোটন
93. 100m দীর্ঘ একটি ট্রেন 45Km / (h ^ - 1) বেগে চলে 1Km দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
(a) 88 সেকেন্ড
(b) 18 সেকেন্ড
(c) 80 সেকেন্ড
(d) 24 সেকেন্ড
94. কোন নীতিতে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়?
(a) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
(b) বিক্ষেপণ
(c) ব্যতিচার
(d) অপবর্তন
95. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
(a) সোনা মসজিদ
(b) কেন্দ্রীয় শহীদ মিনার
(c) জাতীয় স্মৃতিসৌধ
(d) লালবাগ কেল্লা
96. জড়তার ভ্রামকের একক কোনটি?
(a) Kg m²
(b) Kg m
(c) Kg m ^ - 2
(d) Kg m^ -1
97. নিচের তত্ত্ব দ্বারা চিড়ের মধ্য বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায়?
(a) কোয়ান্টাম তত্ত্ব
(b) তরঙ্গ তত্ত্ব
(c) দ্বৈতনীতি
(d) কণা তত্ত্ব
98. Which of the following can be used as a 'modal' as well as 'main' verb?
(a) do (b) need (c) could (d) mind
99. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
(a) মা
(b) লালসালু
(c) ক্রীতদাসের হাসি
(d) সারেং বৌ
100. কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য?
(a) এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তরে সক্ষম
(b) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কোনো ভূমিকা নাই
(c) 100 µm পর্যন্ত লম্বা হতে পারে
(d) কোষের ক্রোমোসোমের মত
উত্তরসমূহ: 1.C , 2.B , 3.D , 4.A , 5.A , 6.A , 7.D , 8.A , 9.D , 10.C , 11.B , 12.A , 13.D , 14.D , 15.C , 16.D , 17.C , 18.B , 19.C , 20.C , 21.B , 22.A , 23.C , 24.B , 25.B , 26.B , 27.B , 28.B , 29.B , 30.D , 31.D , 32.B , 33.A , 34.A , 35.A , 36.B , 37.C , 38.A , 39.D , 40.A , 41.A , 42.C , 43.D , 44.A , 45.C , 46.A , 47.C 48.B 49.D 50.C 51.C 52.C 53.A 54.D 55.C 56.C 57.B 58.B 59.A 60.D 61.C 62.B 63.C 64.C 65.C 66.D 67.C 68.B 69.A 70.B 71.B 72.A 73.C 74.A 75.C 76.A 77.B 78.A 79.D 80.A 81.D 82.A 83.B 84.C 85.D 86.A 87.C 88.C 89.C 90.C 91.C 92.C 93.A 94.A 95.B 96.A 97.B 98.B 99.A 100.A